Laravel

ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার গড়ার এই লং রুট

🎯ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার গড়ার এই লং রুটটা যখন নিচ্ছেন তখন জার্নিটাও স্ট্রং হওয়া চাই। তাই ৭ মাসের যে জার্নিটা আমরা শুরু করবো শেখানে প্রতি স্টেপে কীভাবে আগাবেন তাও জেনে নেয়া যাক।👇
✅ বিগিনার ফ্রেন্ডলি কারিকুলাম
শুরুর আগের শুরু নিজেই করতে পারবেন প্রি-রেকর্ডেড কোর্সে HTML, CSS, JS, OOP, GitHub শিখে। অ্যাডভান্সড লার্নিং শুরু হবে লাইভে।
✅ শুরু করবো PHP দিয়ে
এবার শুরুটা হবে PHP মডিউল দিয়েই। ভিজ্যুয়াল স্টুডিও কোড পাওয়ার হাউজ, PHP লুপ ফাংশন শিখে, মাস্টার হবেন PHP Array & String-এ। একে একে মাস্টারিং করবো PHP OOP, ফাইল, ডেইট, আর এক্সপ্রেশন।
✅ ডাটাবেজ
লারাভেলে যাওয়ার আগের জার্নিটা স্মুদ করতে রপ্ত করবো SQL 3 ও Database Man-agement Systeml এক্সাম উইকে যাচাই হতে থাকবে সব ইমপ্রুভমেন্ট।
✅ LARAVEL
জার্নি এবার লারাভেলের। লারাভেলে মাস্টার হতে জানতে হবে রিকোয়েস্ট-রেসপন্স মডেল, Laravel Elequent ORM, Middleware, Logging, Session
✅ এক্সটেনশন
এই কিন্তু শেষ না, লারাভেলের এক্সটেনশন হিসেবে আরো শিখবো কুয়েরি বিল্ডার্স ফান্ডামেন্টালস, SQL Operation, Ordering & Grouping!
✅ প্রজেক্ট
ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইন টিকেটিং সিস্টেম, ই-কমার্স প্রজেক্ট, টাস্ক ম্যানেজমেন্ট এপ্লিকেশন উইথ OOP এর মতো জোস জোস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্টগুলো শিখতে পারবেন হাতে-কলমে।
✅ ইনকাম মডিউল
আয় করবেন কিভাবে? লোকাল ও রিমোট জব মার্কেট থেকে কিভাবে ইনকাম জেনারেট করবেন তা নিয়ে থাকবে পরিপূর্ণ গাইডলাইন। প্রবলেম সলভিং স্কিলকে এনহেন্স করতে থাকবে কোড ক্যানিয়ন মডিউল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *