


শুরুর আগের শুরু নিজেই করতে পারবেন প্রি-রেকর্ডেড কোর্সে HTML, CSS, JS, OOP, GitHub শিখে। অ্যাডভান্সড লার্নিং শুরু হবে লাইভে।

এবার শুরুটা হবে PHP মডিউল দিয়েই। ভিজ্যুয়াল স্টুডিও কোড পাওয়ার হাউজ, PHP লুপ ফাংশন শিখে, মাস্টার হবেন PHP Array & String-এ। একে একে মাস্টারিং করবো PHP OOP, ফাইল, ডেইট, আর এক্সপ্রেশন।

লারাভেলে যাওয়ার আগের জার্নিটা স্মুদ করতে রপ্ত করবো SQL 3 ও Database Man-agement Systeml এক্সাম উইকে যাচাই হতে থাকবে সব ইমপ্রুভমেন্ট।

জার্নি এবার লারাভেলের। লারাভেলে মাস্টার হতে জানতে হবে রিকোয়েস্ট-রেসপন্স মডেল, Laravel Elequent ORM, Middleware, Logging, Session

এই কিন্তু শেষ না, লারাভেলের এক্সটেনশন হিসেবে আরো শিখবো কুয়েরি বিল্ডার্স ফান্ডামেন্টালস, SQL Operation, Ordering & Grouping!

ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইন টিকেটিং সিস্টেম, ই-কমার্স প্রজেক্ট, টাস্ক ম্যানেজমেন্ট এপ্লিকেশন উইথ OOP এর মতো জোস জোস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্টগুলো শিখতে পারবেন হাতে-কলমে।

আয় করবেন কিভাবে? লোকাল ও রিমোট জব মার্কেট থেকে কিভাবে ইনকাম জেনারেট করবেন তা নিয়ে থাকবে পরিপূর্ণ গাইডলাইন। প্রবলেম সলভিং স্কিলকে এনহেন্স করতে থাকবে কোড ক্যানিয়ন মডিউল।